ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ

আপডেট: June 24, 2024 |
inbound8058487339505527380
print news

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সঙ্গে যৌথভাবে বাংলাদেশ একটি ছোট স্যাটেলাইট তৈরি করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ সোমবার (২৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেশ ভালো করছে, তাদের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করেছে।

তাদের সঙ্গে যৌথভাবে ছোট একটি স্যাটেলাইট তৈরি করব। যেখানে তারা (ভারত) প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে।

আমাদের প্রায় ৫০ জন ছেলে মেয়েকে সেখানে ব্যবহার করব, যারা ইসরো ভিজিট করবে, তাদের বিজনেস উইংয়ের সঙ্গে কাজ করবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ভারতের কিছু স্যাটেলাইটের কনস্ট্রাকশন ডিজাইন আমরা যৌথভাবে করবো এবং সেটা একসঙ্গে লঞ্চ করবো। ওইটা হবে আর্থ অবজারভেটরি জিও স্পেশাল স্যাটেলাইট। যেটি ৫-৬ বছরের মেয়াদ থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর