বগুড়ায় রেললইনের প্যান্ডেল ক্লিপ খোলার সময় এক যুবক আটক

আপডেট: August 15, 2024 |
inbound4623673562210217726
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় রেললাইনের প্যান্ডেল খুলে নাশকতার চেষ্টার অভিযোগে মিঠন নামে এক এক যুবককে আটক করা হয়েছে।

১৪ আগস্ট (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া রেলস্টেশনের অদুরে আপুইল গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত যুবক মিঠন বগুড়া সদরের কহিতকুল গ্রামের মোঃ জুয়েল প্রামাণিকের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৯ টি প্যান্ডল ক্লিপ উদ্ধার করা হয়। বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্হানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,বুধবার রাত সাড়ে ১০ টার দিকে রেললাইনের পাশে শব্দ শুনতে পেয়ে লোকজন এগিয়ে যায়।

লোকজনের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালিয়ে গেলেও মিঠন নামে যুবককে আটক করে স্হানীয়রা।পরে রেললাইন থেকে খোলা ১৯টি প্যান্ডেল ক্লিপ উদ্ধার করা হয়।

এরপর রেলওয়ের লোকজনকে খবর দেওয়া হলে তারা এসে মুঠনকে থানায় নিয়ে আসে। এঘটনায় রেলওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্হা নিবে।

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, রাতে কোনো ট্রেন চলাচল ছিল না। সকালে প্যান্ডেল ক্লিপ লাগানো হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর