কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট: August 18, 2024 |
inbound7926180264529496101
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মো. ইমন (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের আইসিইউতে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত ইমন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে। ৩ ভাই ১ বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি টাঙ্গাইলে এম এ আলী কলেজের বিএ শিক্ষার্থী।

শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, গত ৪ আগস্ট টাঙ্গাইল মির্জাপুর গোড়াই এলাকায় দুপুরে আন্দোলনে পুলিশের গুলিতে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উওরায় লেকভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে ৬ আগস্ট ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

Share Now

এই বিভাগের আরও খবর