নরসিংদীর ডাঙ্গায় আরএফএল কারখানায় আগুন

আপডেট: August 31, 2024 |
inbound765752466677489464
print news

নরসিংদীর পলাশের ডাঙ্গায় আরএফএল কারখানায় আগুন লেগেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে আগুন লাগে বলে জানান স্থানীয়রা।

পলাশ ফায়ার সার্ভিস এই তথ্য নিশ্চিত করে জানায়, নরসিংদী পলাশ ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করছে।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই ।

আমরা কাজ করছি, আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনো স্পষ্ট বলা যাচ্ছে না।

কিভাবে কি ঘটেছে সেটিও বলা যাচ্ছে না। প্রতিবেদন লেখা পর্যন্ত (৭টা) আগুন জ্বলছে। কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো।

Share Now

এই বিভাগের আরও খবর