জেনেভা ক্যাম্পে গোলাগুলি, অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট: September 4, 2024 |
inbound938868810233910690
print news

মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জেনেভা ক্যাম্পের ভেতরে দুর্বৃত্তদের গুলিতে সনু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ হন সনু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীম হোসেন ও সজীব আহমেদ নামে দুই যুবক তাকে হাসপাতালে নিয়ে আসেন। তারা জানান, নিহত যুবকের প্রতিবেশী তারা। সনু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের সন্তান। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।

সনু জেনেভা ক্যাম্পের পাঁচ নম্বর সেক্টরে থাকতেন এবং ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ (বুধবার) সকালে ক্যাম্পের ভেতরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

সে সময় গুলিও চলে। সে সময় সনু গুলিবিদ্ধ হন। মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক মাস যাবৎ ক্যাম্পে প্রায়ই এমন সংঘর্ষ চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সনুর পেটে অন্তত ১৫টি গুলি লেগেছে।

ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে বলেও বলে মন্তব্য করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর