রাণীশংকৈলে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

আপডেট: October 2, 2024 |
inbound7487291082276054385
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইমরান আলী(২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও রানীশংকৈল থানার এস আই আজাহারুল এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বাড়ি থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরে তাকে আটক করা হয়।

আটকৃত ইমরান আলী উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে ।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ জয়ন্ত কুমার সাহা জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর