সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান সেলিম আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন

আপডেট: November 18, 2024 |
inbound2599398118283487043
print news

মোঃ আনোায়ার আলী, সিলেট প্রতিনিধি : যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্ত মানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান সেলিম আহমদ স্ব সপরিবারে স্বদেশে আগমন করেছেন।

আজ সোমবার ১৮ ই নভেম্বর ২০২৪ ইং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সকাল ১০ ঘটিকায় আগমন করেন।

এসময় তাঁকে উষ্ম সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি পেশার শুভাকাঙ্ক্ষী মহল।

যুক্তরাজ্যের প্রভাবশালী সিনিয়র এই কমিনিটি নেতা
দীর্ঘদিন পর নিজ মাতৃভূমি বাংলাদেশের সিলেটে আগমন করলে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক, পরিচিতমহল সহ শতাধিক মানুষের সমাগমে তাঁকে শুভেচ্ছা জানাতে সিলেট এম এ জি আন্তর্জাতিক বিমানবন্দরের জড়ো হন।

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য, শিক্ষানুরাগী ও বিশিষ্ট দানবীর সেলিম আহমদ সব সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও দেশসেবার কাজে আত্মনিয়োগ করে আছেন।

তিনি শিক্ষা, সমাজসসেবা, মানবকল্যাণ বিষয়ে সর্বদা স্থানীয় এলাকা সহ দেশের অন্যত্র উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রেখেছেন যাচ্ছেন।

বিমান বন্দরে সেলিম আহমেদ কে শুভেচ্ছা জানান বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা আব্দুল হাই জিহাদি সহ তার নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীগণ।

এসময় উপস্থিত ছিলেন, সেলিম আহমেদ এর প্রতিষ্ঠিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো.সায়েস্তা মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, উপজেলা প্রেসক্লাবের অফিস সম্পাদক সাংবাদিক কবি এস.পি.সেবু, সাংবাদিক ও সাকিব ট্রাস্টের সদস্য সমুজ আহমদ সায়মন, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য আনোয়ার হোসেন, সদস্য ছালেক উদ্দীন। বাংলা টাইম এন্ড টিউন এর প্রতিনিধি ও সাকিব ট্রাস্টের যুগ্ম সদস্য সচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি, সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক, সোহেল আহমদ, সিলেট টেন লাইভের পরিচালক ফখর উদ্দীন, সিলেট টু নিউইয়ক এর ফুল মিয়া, সাংবাদিক আবুল বশর, লায়েক হাসান অভি ও পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর