ডিআইইউ’র রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের নেতৃত্বে রিয়াজ-মেহেদী

আপডেট: November 18, 2024 |
inbound2981323507354692154
print news

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের কার্যনিবাহী কমিটি- ২০২৪ ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মো. রিয়াজ মুন্সী ও সাধারণ সম্পাদক ১৪তম ব্যাচের মো. মেহেদী কে নির্বাচিত করা হয়।

রবিবার (১৮ নভেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব ফজলুল হক এই কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করেন।

রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুহাম্মদ আরিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম , দপ্তর সম্পাদক সাফায়েত হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাফছির হোসেন তমাল, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. তানভীর। এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোছা. মুক্তা, মো. ফাহিম এবং শাহনাজ আক্তার।

ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট, খেলাধুলা, গবেষণা, ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল, ডিবেট ডিসকাশনসহ পাঁচটি উইংস করা হয়েছে।

ডিবেট এন্ড ডিসকাশন উইংয়ের আহ্বায়ক হিসেবে মো. ইব্রাহীম প্রামাণিককে নির্বাচিত করা হয়েছে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আলিফ, কার্যনিবাহী সদস্য আব্দুল আহাদ সুমন।

এছাড়া ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর আহ্বায়ক কার্তিক কর্মকার, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রিফাত, ল্যাঙ্গুয়েজ এবং কালচারাল উইংয়ের আহ্বায়ক মো. রাতুল, যুগ্ম আহ্বায়ক অ্যালেন।

গবেষনা বিষয়ক আহ্বায়ক, মো. রাহাত রহমান। খেলা এবং খেলাধুলা উইংয়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক মীম আহমেদ।

উল্লেখ্য, প্রথমবারের মত রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের “এম্পাওয়ারিং আইডিয়াস, শেপিং দ্য ফিউচার” স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু হয়।

Share Now

এই বিভাগের আরও খবর