বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাবির ৮ জন শিক্ষক-গবেষক, উপাচার্যের অভিনন্দন


আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-গবেষক স্টানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার-এর র্যাঙ্কিংয়ে পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন।
এতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি পৃথিবীর সেরা গবেষকদের তালিকা স্টানফোর্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে প্রকাশ করা হয়।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষক-গবেষক স্থান করে নেওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের।
শিক্ষা ও গবেষণায় এই ধারাবাহিক অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি করেছে।
উপাচার্য আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেশ-বিদেশে আরও সম্মানে ভূষিত হবেন। তিনি শিক্ষক-গবেষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।