বগুড়ায় আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে জোড়া হত্যা মামলাম আসামী পলায়ন

আপডেট: September 23, 2025 |
inbound8360354492305025095
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ আদালতের মত কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকা থেকে পালিয়ে গেছে রফিকুল ইসলাম (৪০) নামে জেড়া হত্যা মামলার এক আসামী।

২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে গেছে রফিকুল ইসলাম নামের জোড়া হত্যা মামলার এক আসামী।

এ ঘটনার পর থেকে আদালতপাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা,আইনশৃঙ্খলা বাহিনীতেও সৃষ্টি হয় তীব্র অস্বস্তি।

এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও তল্লাশি অভিযান শুরু করেছে। বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা হানান, পালাতক আসামী রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাধীন চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। তিনি জোড়া হত্যা মানলার আসামী।

সোমবার বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল।হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় আদালতের হাজতখানার সামনেই কৌশলে পালিয়ে যায় সে।

এসময় দায়িত্বে থাকা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামী রফিকুল ইসলাম পলায়নের ঘটনায় চরম অস্বস্তি তৈরি হয়েছে।

ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বিভিন্ন স্হানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হননি।

স্হানীয়দের মতে আদালতের মতো নিরাপদ স্হানে এমন ঘটনা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার পরিচয় নয়, বরং নিরাপত্তার বড় ভাঙন।

এঘটনায় আদালতপাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভিতি ছড়িয়ে পড়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর