সমাজতান্ত্রিক মজদুর পার্টির এমপি প্রার্থী ঘোষণা করলেন কায়সার মুনসুর


সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে সমাজতান্ত্রিক মজদুর পার্টির প্রার্থীতা ঘোষনা করেছে সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট বুরো সদস্য কায়সার মুনসুর।
সোমবার নির্বাচনী প্রচারনায় এ ঘোষনা দেন।
সম্প্রতি তিনি শাহজাদপুরে আনুষ্ঠানিকভাবে শাহজাদপুর আসনে প্রার্থীতা ঘোষণা করেন। শাহজাদপুর তার নিজ অফিসে এ প্রার্থীতা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ শামসুল।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির পলিট বুরো সদস্য মোঃ নুরুজ্জামান। এ সময় কায়সার মুনসুরকে শাহজাদপুর আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
কায়সার মুনসুর বলেন, আমি এবং আমার দল জনগনের দল। মেহনতী মানুষের দল। জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই।
জনগণ আমাকে নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী করলে আমি শাহজাদপুর শাহজাদপুরকে মডেল শাহজাদপুর হিসেবে রুপান্তরিত করবো।
শাহজাদপুর হবে উন্নয়নের রোল মডেল। অপরাধ, দুর্নীতি দমন করবো। উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবো।