শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের চট্টগ্রাম জেলা পরিদর্শন

আপডেট: September 23, 2025 |
inbound1085861885566844256
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৪১তম ও ৪৩তম বিসিএস( পুলিশ) এর ৩২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেন।

শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার শিক্ষানবিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং উষ্ণ স্বাগত বক্তব্য প্রদান করেন।

inbound1732594605860706266

তিনি বলেন, “আপনারা আগামী দিনের পুলিশ বাহিনীর নেতৃত্ব। সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে উঠতে হবে।

দেশের জন্য নিবেদিত থেকে জনগণের আস্থা অর্জনই হবে আপনাদের সবচেয়ে বড় অর্জন।”

পরিদর্শনকালে শিক্ষানবিশ কর্মকর্তারা আনোয়ারা থানাধীন কেইপিজেড, পারকি চর বীচ ও টানেল সার্ভিস এলাকা পরিদর্শন করেন।

এর মাধ্যমে তাঁরা চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক সম্ভাবনা ও সামাজিক বৈচিত্র্য প্রত্যক্ষ করার অনন্য সুযোগ পান।

চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কর্মকাণ্ডের বহুমাত্রিক চ্যালেঞ্জ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ শেষে তাঁরা এক নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ নিয়ে কক্সবাজার জেলার উদ্দেশ্যে রওনা দেন।

চট্টগ্রাম জেলা পুলিশ প্রত্যাশা করেন— ভবিষ্যতে এ সকল শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ সাহস, সততা ও দূরদর্শিতার মাধ্যমে জাতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর