টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন, আহত ০৫

আপডেট: September 23, 2025 |
inbound591110605249679233
print news

মাসুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার ফেমাস কেমিক্যাল নামক গুদামে আগুন লাগে।

এতে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম, নূরুল হুদা, জয়, পরিদর্শক নাঈম ও একটি কেমিক্যালের দোকানদার বাবু আহত হয়েছেন।

পাশের দোকানদাররা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ফেমাস কেমিক্যালের গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।

একপর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসে ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এঘটনায় ফায়ারকর্মীসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর