বগুড়ায় র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পালাতক আসামী সজিব গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী মোঃ ফারুর ওরফে সজিব(৪৫) – কে বগুড়ার সদর থানার গোদারপাড়া চারমাথা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১২, বগুড়া।
২২ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে র্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল তাকে জেলা সদরের গোদারপাড়া চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
র্যাব-১২ বগুড়া সোমবার বিকালে আনুষ্ঠানিক ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তি জানতে পারে যে,বগুড়া জেলার সদর থানাধীন গোদারপাড়া চারমাথা এলাকায় তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী মোঃ ফারুক ওরফে সজিব অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি চৌকস আভিযানিক দল সদর থানার গোদারপাড়া চারমাথা এলাকায় অভিযান পরিচালনা করে দ্রুত বিচার আইন মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী মোঃ ফারুক ওরফে সবিজকে গ্রেফতার করে।
র্যাব-১২, বগুড়ার এটিসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামী ফারুক ওরফে সজিবের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।