নিউইয়র্কে রাজনীতিবিদদের ওপর হামলা: প্রতিক্রিয়া জানাল জামায়াত

আপডেট: September 23, 2025 |
inbound6416629300098564553
print news

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হেনস্তার শিকার হন। এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম‍্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিক্রিয়া জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “এটা আমি খুব বিব্রতবোধ করি না এজন্য যে, বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল।

যখন কোনো সরকার বা দল সফর করে তখন বিরোধী দলে যে থাকে তারা এখানে এসে স্লোগান দেয়। আমেরিকা একটি ডেমোক্রেটিক দেশ।

১০ থেকে ২০ জন এসে স্লোগান দিতে পারে। ডিম মারতে পারে। তবে এটা নিঃসন্দেহে ব্যাড কালচার।”

ডা. তাহের আরও বলেন, “এটা খুব ব্যতিক্রমধর্মী এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক।

এই কালচারটা খুবই নেগেটিভ। এটার অবসান হওয়া উচিত। যারা এ কাজ করছে তারা বাংলাদেশকে অসম্মানিত করেছে।”

তিনি বলেন, “কোনো একজন লোক বিদেশে আসবে। একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম মারবে, এটা যার ওপর মারছে তার এখানে কোনো দায়িত্ব নেই এবং সে অপমানিত হওয়ারও কিছু নেই।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওভার অল পুরা ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে, আজকে আমাদের এক জায়গায় দিয়ে গাড়িতে উঠানো হয়েছে, আবার গাড়ি থেকে নামিয়ে নম্বর প্রসেস করা হয়েছে।

এগুলো হাইকমিশনের খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নেই।”

তিনি আরও বলেন, “তাদের উচিত ছিল এর আগে আরও অনেক প্রিপারেশন নেওয়া। আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি এনসিপিসহ।

কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসঙ্গে আসলে আওয়ামী লীগের কারও ধারে কাছে আসার সাধ্য ছিল না।”

কর্মসূচির প্রসঙ্গে তিনি জানান, “আমাদের দলীয়ভাবে কিছু কর্মসূচি থাকবে। যারা আমাদের জনশক্তি আছে তাদের সঙ্গে আমরা মতবিনিময় করব এবং সব বাংলাদেশিদের নিয়েই এখানে একটা প্রোগ্রাম হবে।

দলমতের বাইরে প্রবাসী যারা আছে তাদের নিয়েও মতবিনিময় হবে। নানাভাবে এবং নানা নামে জামায়াতে ইসলামীর যারা এখানে রয়েছে তারা এখানে বেশ কিছু প্রোগ্রাম অর্গানাইজ করেছে।

সকল দলমত মিলিয়ে সকল মানুষের একটা গেদারিং করার জন্য আমরা বলেছি। আমরা আশা করি, সেটাও তারা করবে।”

Share Now

এই বিভাগের আরও খবর