মান্দায় ব্যাক্তি মালিকানাধীন গাছ কেটে নেওয়ার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে

আপডেট: September 23, 2025 |
inbound3562762574378880415
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামে ব্যক্তিমালিকানাধীন একটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বনবিভাগের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ফয়সাল হোসেন মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ফয়সাল হোসেন বলেন, ‘গ্রামের রাস্তার ধারে ব্যক্তিমালিকানার জমিতে আমি বেশকিছু মেহগনি গাছ রোপন করি। চাকরির কারণে আমাকে ঢাকায় থাকতে হয়।

এ সুযোগে গত ১৮ সেপ্টেম্বর আমার জমিতে থাকা আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি তাজা মেহগনি গাছ স্থানীয় আরজাদুল হক দুলাল এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

বিষয়টি জানার পর জরুরি সেবার মাধ্যমে পুলিশে ফোন করে সহায়তা নিই। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাছটি কেটে সরিয়ে নেওয়া হয়।

গাছের কাটা  অংশ বর্তমানে আরজাদুল হক দুলালের বাড়িতে আছে।’

এ বিষয়ে অভিযুক্ত আরজাদুল হক দুলাল জানান, বনবিভাগের নির্দেশেই তিনি গাছটি কেটে নিজ বাড়িতে রেখেছেন। তবে তিনি গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করেন।

এদিকে মান্দা উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দে বলেন, গ্রামীণ রাস্তার পাশে থাকা গাছটি তারাই রোপণ করেছিলেন।

গাছটি ভেঙে পড়ায় নিরাপত্তার স্বার্থে সেটি কেটে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এটি ব্যক্তিমালিকানাধীন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

ঘটনার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর