জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত  

আপডেট: December 16, 2024 |
inbound7162412836969048559
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

দিবসটি উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর,অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সবুর আলী, তৃপ্তি কণা মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সকাল ৯টায় জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এ সময় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর