বগুড়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

আপডেট: March 12, 2025 |
inbound554129616942253462
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফ খন্দকার(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১মার্চ) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার চকধুলি মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফ খন্দকারক গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আশরাফ খন্দকার বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধুলি গ্রামের মতি খন্দকারের ছেলে। এবস তথ্য নিশিত করেছে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

ওসি শফিকুল ইসলাম শফিক জানান,গত মঙ্গলবার( ১১ মার্চ) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার চকধুলি মধ্যপাড়া গ্রামের আব্দুল ঝালেকের মুদি দোকানের সামনে মাদক বিক্রয়ের জন্য একজন অবস্থান করছেন।

এমন সংবাদ পেয়ে এসআই রকিব সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্হানে অভিযান অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরফ খন্দকারকে গ্রেফতার করে।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত আশরাফের বিরুদ্ধে মদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর