শিবগঞ্জ ভূমি অফিসের একতলা ভবনের লে- আউট কাজের শুভ উদ্বোধন

আপডেট: May 18, 2025 |
inbound2004149960741035497
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন ভূমি অফিসের একতলা ভবনের লে- আউট কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৭ মে (শনিবার) বেলা ১২টার দিকে এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানে হয়,ভবনটি নির্মান কাজে প্রক্কলিত ব্যায় ধরা হয়েছে প্রায় ১ ( এক) কোটি ৯ লাখ টাকা।ভবনটি নির্মিত হলে জনবান্ধন হবে,বলে মনে করেন সংশ্লিষ্টীা।

এসময় উপস্থিত ছিলেন স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভামি সহকারী কর্মকর্তা,প্রকৌশলি সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান আলপন,প্রধান উপদেষ্টার ডিজিটল বাংলাদেশ এবং সেবাপ্রপ্তির অধিকারের অংশ হিসাবে ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস আধুনিকায়নের কাজ চলমান।

ভবিষ্যতে সাধারণ মানুষকে আরও সহজে দ্রুত ও হয়রানীমুক্ত সেবা নিশ্চিত করতে এই অবকাঠামো সহায়ক ভূমিকা পালন করবে।

এই ভবন নির্মাণের ফলে স্হনীয় জনগণ এখান থেকে আধুনিক ভূমি সেবা গ্রহণ করতে পারবেন বলে জানান, রায়নগর ইউনিয়নের বাসিন্দারা।

Share Now

এই বিভাগের আরও খবর