রংপুরে সিভিল সার্জনকে মবের হুমকির অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে

আপডেট: July 13, 2025 |
inbound8870899609904575155
print news

রংপুরের সিভিল সার্জন ডা. শাহিন সুলতানাকে ‘মবের হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদের বিরুদ্ধে।

রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন সিভিল সার্জন। তবে ইমরান আহমেদ বলেছেন, “আমাদের ছেলেদের ওপর অন্যায় হয়েছে। আমি বলেছি, যদি অন্যায় হয়েই থাকে, তাহলে মবই ভালো ছিল—এটাই বোঝাতে চেয়েছিলাম।”

ঘটনার পটভূমিতে জানা যায়, গত ১১ এপ্রিল তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রভাষক আতাউর রহমান বুকে ব্যথা নিয়ে গেলে চিকিৎসক সাবরিনা মুসরাত জাহান তাকে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় রোগীর ছেলে তাহমিদ সরকার (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক) ও আরও কয়েকজন চিকিৎসককে গালাগাল ও আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তাহমিদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।

জেলা প্রশাসনের বৈঠকে ইমরান আহমেদ মামলাটি তুলে নেওয়ার কথা বলেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিভিল সার্জন বিষয়টি আদালতের বিচারাধীন উল্লেখ করলে ইমরান উত্তেজিত হয়ে বলেন, “মামলা তুলে না নিলে আমরা প্রকাশ্যে মব করব।”

সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা বলেন, “এই হুমকিতে আমি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত।”

তবে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, “কেউ কাউকে হুমকি দেননি। কোনো কথা-কাটাকাটি হয়নি। বিষয়টি গুজব বলেই মনে হচ্ছে।”

সূত্র: প্রথম আলো

Share Now

এই বিভাগের আরও খবর