পদ্মা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট: August 3, 2025 |
inbound9168314918382398734
print news

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে টোলপ্লাজা পার হওয়ার পর যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের একজন হলেন মোহাম্মদ আলী অন্তু (২৬), যিনি সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, নিহত দুইজন মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন।

টোলপ্লাজা অতিক্রম করার পর পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে দুই আরোহী ছিটকে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই বাসটি চালকসহ পালিয়ে যায়, যার পরিচয় এখনও পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর