শাহজাদপুরে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট: September 26, 2025 |
inbound4609259123185187602
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির  প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিতের হাতকে আরো শক্তিশালী করতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুধবাড়িয়া হাট খোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গাঁড়াদহ ইউনিয়ন শাখার আয়োজনে গাঁড়াদহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্ণপদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার,গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার আলী,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,গাঁড়াদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল হক হিরা,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল খালেকসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর গন মানুষের আস্তা প্রফেসর ডক্টর এম এ মুহিতের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর