প্রথম করোনা সঙ্কট শেষের ঘোষণা দিল ইউরোপের একটি দেশ

আপডেট: May 16, 2020 |

করোনাভাইরাসের কারণে সৃষ্ট হওয়া সঙ্কট শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। তবে করোনা ছড়ানো কমিয়ে নিয়ে আসার মতো অনেকগুলো পদক্ষেপ চলমান থাকবে। এ মাসের শেষ পর্যন্ত কিছু বিধিনিষেধ কার্যকর থাকবে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার চারশ ৬৫ জন এবং মারা গেছে একশ তিনজন।

সরকারিভাবে বলা হয়েছে, দেশের সীমানা সীমিত পরিসরে খোলা রাখা হবে। ইউরোপের কিছু দেশ থেকে সীমিত পরিসরে জনগণ ঢুকতে ও বের হতে পারবে।

দেশটিতে করোনা সংক্রমিত প্রথম রোগী পাওয়া যায় ৪ মার্চ। তার সপ্তাহখানেক পর ১২ মার্চ দেশটি লকডাউনে চলে যায়। গত ১৪ দিনে সে দেশে মাত্র ৩৫ জন আক্রান্ত হয়েছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমে আসার জেরে লকডাউন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

লকডাউনের কারণে সে দেশের স্কুল-কলেজ থেকে শুরু করে রেস্টুরেন্ট, বার এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়। লকডাউন খুলে যাওয়ার পরেও শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মেনে চলতে বলা হয়েছে।সূত্র : নিউজ উইক

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর