শপথ নিয়েছেন তানভীর শাকিল জয়

আপডেট: December 7, 2020 |
print news

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে (সিরাজগঞ্জ-১) নির্বাচিত সংসদ সদস্য তানভীর শাকিল জয় শপথ নিয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।  সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করান।

 

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল জয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ১৩ জুন  সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের  মৃত্যুর পর ১২ নভেম্বর  উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর