পাল্টাপাল্টি কর্মসূচির জেরে বসুরহাটে ১৪৪ ধারা জারি

আপডেট: February 22, 2021 |

এক স্থানে আওয়ামী লীগের বিবদমান দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর নোয়াখালী বসুরহাট পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

রবিবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক আদেশে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।

এতে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার সর্বত্র ১৪৪ ধারা জারি থাকবে। সব ধরনের সভা-সমাবেশে থাকবে নিষেধাজ্ঞা।

১৪৪ ধারা জারির পর রবিবার রাতে বসুরহাট বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় সে জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পৌরসভাজুড়ে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচারের দাবিতে সোমবার বেলা আড়াইটায় বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে শোক সভা আহ্বান করেন কাদের মির্জা। সেই স্থানে বিকাল ৩টায় সমাবেশ করার ঘোষণা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর