বৃষ্টির আশায় ছালাতুল ইস্তিসকার নামাজ আদায়

আপডেট: April 26, 2024 |
inbound6541511502475420682
print news

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় তীব্র তাপদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির প্রত্যাশায় ছালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে মোনাজাতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা।

বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে মোনাজাতের আয়োজন করা হয়।

নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে বিশেষ মোনাজাতে অঝোরে কেঁদেছেন ইমাম ও কয়েকশ মুসল্লিরা।

ওই বিশেষ নামাজে কয়েকশত মানুষ অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস শারাফাত হুসাইন।

জানা গেছে, কালবৈশাখীর মৌসুমেও এক মাস বৃষ্টির দেখা নেই। নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে।

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না।

সকালে সরেজমিন সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, লুঙ্গি, গামছা, টুপি পরে জায়নামাজ, খেজুরের পাটি, গামছা নিয়ে নানা বয়সী মানুষ মাঠে হাজির হয়েছেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই।

Share Now

এই বিভাগের আরও খবর