দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : আইজিপি

আপডেট: September 25, 2025 |
inbound4887994757287524537
print news

দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তুচ্ছ কয়েকটি ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সূত্রাপুরে বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি এসব কথা জানান।

আইজিপি বলেন, দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। আমরা আইনানুগভাগে তাদের মোকাবেলার চেষ্টা করেছি। দুর্গোৎসবকে ঘিরে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দারা তৎপরতা রয়েছে বলেও জানান তিনি।

এ সময় আইজিপি বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি গতকাল (বুধবার) রাজপথে শক্তি দেখানোর চেষ্টা করলেও পুলিশ তা প্রতিহত করেছে।

এ ছাড়া রাজবাড়ীতে মাজার থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, ‘এমন ঘটনা দুর্গাপূজায় ঘটার সম্ভাবনা নেই।’

সেইসঙ্গে ধর্মীয় মতপার্থক্যগত কারণে সেসব সংঘাত ঘটে, তা থামাতে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি বাহারুল আলম।

Share Now

এই বিভাগের আরও খবর