ডিআইইউতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি, সভাপতি মেহেদী-সম্পাদক সোহম

আপডেট: April 26, 2024 |

সারাদেশের আইন শিক্ষার্থীদের সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো. ইমাম মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম সোহম নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (২৬ এপ্রিল) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান ২৫ সদস্য বিশিষ্ট ওই আংশিক নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সৌরভ গাঙ্গুঁলী, রেজোওয়ান আহমেদ, সান্তনা আক্তার মিমি, উৎসব রায়, ফাহিম শাহরিয়ার; যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন নাফিজ আহমেদ, মম সাহা, সোহানা নুর জান্নাত, নাহিদ বিন হাফিজ, রাকিব মাহমুদ, রায়হানুল ইসলাম সামী, মোহাইমিনুল ইসলাম সীমান্ত, কিবরিয়া। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মো. রিয়াজ, আবির আল আরাফাত, মুহজাহিদ ইসলাম আবির, তাসলিমা ফারজানা, হৃদয় মহন্ত, আলিফ আল শাকিল, ইমতিয়াজ ইমন, সালেহিন মাহমুদ সাদ। প্রচার সম্পাদক মো. নুর সিয়াম তূর্য, দপ্তর সম্পাদক তামিম আল তাসরিফ প্রিয়ন্ত মনোনীত হয়েছেন।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার নব-নির্বাচিত সভাপতি মো. ইমাম মেহেদী হাসান জানান, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার হাতকে আরও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) ভাই ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান আপু নেতৃদ্বয়ের নেতৃত্বে আইনাঙ্গনে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ বাস্তবায়ন ও বিএনপি-জামায়াত-শিবিরের প্রেতাত্মা রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম সোহম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানবতার নেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।

এদিকে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, মো. ইমাম মেহেদী হাসানকে সভাপতি ও ফাইজুল ইসলাম সোহমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আইন শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

Share Now

এই বিভাগের আরও খবর