শিক্ষার্থীদের আগ্রহে ডিআইইউতে শুরু হতে যাচ্ছে ফটো এডিটিং ওয়ার্কশপ ২০২৫


ডিআইইউ প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তির বিকাশ মানুষের দৈনন্দিন জীবনে নতুন মাত্রা যোগ করেছে। ছবি তোলা যেমন সহজ হয়ে গেছে, তেমনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ছবি এডিটিং।
কারণ সঠিক এডিটিং একটি সাধারণ ছবিকেও শিল্পে রূপ দেয়। এ বিষয়েই আয়োজন করা হচ্ছে “ফটো এডিটিং ওয়ার্কশপ ২০২৫”।
এই কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ডিআইইউ নতুন ক্যাম্পাসে।
অংশগ্রহণকারীরা এখানে শিখতে পারবেন ছবি সম্পাদনার আধুনিক প্রযুক্তি ও কার্যকর কৌশল।
ওয়ার্কশপে আলোচিত হবে Lightroom এ বেসিক থেকে অ্যাডভান্স এডিটিং Photoshop এর বৈজ্ঞানিক টিপস ও ট্রিকস মোবাইল অ্যাপসে এডিটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ইফেক্টস।
মেন্টর মোঃ লিটন মাহমুদ হাতে কলমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেবেন।
কর্মশালা শেষে প্রত্যেকে একটি সার্টিফিকেট পাবেন, যা তাদের দক্ষতার প্রমাণ হিসেবে কাজে লাগবে।
তিনি বলেন, ছবিকে কেবল সুন্দর করার জন্য নয়, বরং তথ্য, অনুভূতি ও সৃজনশীলতাকে আরও শক্তিশালীভাবে প্রকাশ করার জন্য এডিটিং প্রয়োজন।
প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে শিক্ষার্থীরা তাদের প্রতিভা উপস্থাপন ও পেশাগত উন্নয়নে অনেক এগিয়ে যেতে পারবে।
উল্লেখ্য, কর্মশালায় অংশগ্রহণ করতে মাত্র ৩০ টাকার নামমাত্র রেজিস্ট্রেশন ফি (বিকাশ/নগদ: ০১৫৮১৪৫৮১২৭) প্রদান করতে হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফটো এডিটিং শুধু নান্দনিকতার বিষয় নয়।
এটি এখন ভিজ্যুয়াল কমিউনিকেশন, গবেষণা এবং বৈজ্ঞানিক উপস্থাপনাকেও আরও প্রভাবশালী করছে।
ফলে তরুণ প্রজন্মকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এই দক্ষতা অর্জন অপরিহার্য হয়ে উঠেছে।