২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের জন্য পিএসসির বিশেষ নির্দেশনা


২৭তম বিসিএস পরীক্ষায় প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্তদের আগামী ৯ অক্টোবরের মধ্যে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) পূরণ করে তা জমা দেয়ার অনুরোধ করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ২৭তম বিসিএস-এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত (প্রতি কর্ম দিবস সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) কমিশনের ওয়েবসাইট থেকে ৩ (তিন) কপি প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) ডাউনলোড করে পূরণপূর্বক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের পর কোনো প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) জমা নেয়া হবে না।
এর আগে ২০ ফেব্রুয়ারি ২৭তম বিসিএস পরীক্ষার ১৭ বছর পর ১১৩৭ জন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে নিয়োগের রায় পেয়েছেন।
২৭তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাতিল করে দেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পরীক্ষায় অংশগ্রহণকারীদের পক্ষে মনির হোসেনসহ কয়েকজন হাইকোর্টে রিট করেন।
সেই রিটের শুনানি শেষে বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ ২০০৮ সালের ৩ জুলাই প্রথম মৌখিক পরীক্ষা বাতিলে পিএসসির সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেন। হাইকোর্টের ওই রায়ের পর দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।