ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

আপডেট: September 24, 2025 |
inbound4753295578748733621
print news

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজের খরচ কমানোর বিষয়ে জনসাধারণের জোরালো দাবি আছে, কিন্তু ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয়। সৌদি আরব প্রান্তে সেদেশের সরকার নির্ধারিত খরচ আমরা কমাতে পারি না।

আমরা শুধু বিমানভাড়া ও বাড়িভাড়া নিয়ে কিছুটা দর কষাকষি করতে পারি। বিমানভাড়া যৌক্তিকভাবে নিরূপণের লক্ষ্যে আমাদের তৎপর আছি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে হজ নিয়ে এক কর্মশালায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি সরকারি মাধ্যমে হজযাত্রী বাড়াতে আরও তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। সরকার হজ নিয়ে কোনো ব্যবসা করে না, বরং সরকারি মাধ্যমে হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হাজীদের ফেরত দিয়ে থাকে।

সরকারি মাধ্যমে হজযাত্রী যত বৃদ্ধি পাবে, হজ ব্যবস্থাপনা তত সহজ ও নিরাপদ হবে। এ দেশ থেকে একটি উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী যদি সরকারি মাধ্যমে হজে যায় তাহলে আমরা তাদেরকে উন্নত সেবা নিশ্চিত করতে পারবো।

Share Now

এই বিভাগের আরও খবর