সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি

আপডেট: September 24, 2025 |
inbound4389828247222999648
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে দিবসটি পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার, (২৪ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপপরিচালক, স্থানীয় সরকার সুবর্ণা সরকার,বাংলাদেশ টুরিস্ট পুলিশ সিলেট এর পুলিশ সুপার মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সাঈদা পারভীন, সিলেট সিটি কর্পোরেশনের সচিব আশিক নুর,এসএমপির প্রতিনিধি, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস,ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি নাজমুল কবির পাভেল,বেলা সিলেট জেলার সমন্বয়কারী এডভোকেট শাহ সাহেদা আক্তার, সহকারী কমিশনার জুয়েল উদ্দিন, সিলেট ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি লুবনা ইয়াসমিন শম্পা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটএর সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ, রেস্তারা মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, সিলেট টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, রেশমা জান্নাত রুমা প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, এনজিও, পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় পর্যটন দিবস উপলক্ষে গৃহীত অনুষ্ঠানমালার বিস্তারিত সময়সূচি নিম্নরূপ।

২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে৭টায় একটি সাইক্লিং কর্মসূচি শুরু হবে।

এর গতিপথ কীন ব্রিজ থেকে শুরু হয়ে টিলাগড়, শাহী ঈদগাহ, আম্বরখানা, সুবিদ বাজার, মীরের ময়দান, রিকাবীবাজার, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা হয়ে পুনরায় ক্বিন ব্রিজে শেষ হবে।

সকাল ৮টায় সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। সকাল ১০টায় জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনের প্রধান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে।

একই সময় ও স্থান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। সকাল সাড়ে১০টায় ক্লিন ব্রিজ সংলগ্ন সারদা হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিকাল ৩টায় সারদা হল প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৪টায় সারদা হলেই অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তাছাড়া, দিনভর ক্বিন ব্রিজ সংলগ্ন সারদাহলের পার্শ্ববর্তী এলাকায় পর্যটন মেলা-২০২৫ চলবে। এছাড়া, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ডিসপ্লে এবং ক্বিন ব্রিজ সংলগ্ন এলাকায় পর্যটন সংশ্লিষ্ট প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও অনুষ্ঠান প্রচার করা হবে।

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে বেশ কয়েকটি উপকমিটি করে দেন জেলা প্রশাসক।

সভায় দিবসটি উদযাপনের মাধ্যমে পর্যটনের গুরুত্ব এবং পরিবেশের ক্ষতি না করে ইকো-টুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন সম্প্রসারণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করণের ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর