সিপিবির নতুন সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক রতন

আপডেট: September 24, 2025 |
inbound4006582848481806682
print news

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নতুন নেতৃত্ব পেয়েছে। দলের ত্রয়োদশ কংগ্রেসে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল ক্কাফী রতন। দুজনই এতদিন প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হওয়া কংগ্রেসের পর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন। অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী, অডিট ও কন্ট্রোল কমিশনের রিপোর্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও অনুমোদন হয়।

এরপর সোমবার রাতে কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্যের ভোটাভুটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৈঠকে নতুন নেতৃত্ব চূড়ান্ত হয় বলে জানান মানবেন্দ্র দেব।

এর আগে সিপিবির সভাপতির দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক ছিলেন রুহিন হোসেন প্রিন্স। তাদের আগেও নেতৃত্বে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম ও সৈয়দ আবু জাফর আহমদ।

নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন ৯০–এর দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং পরে কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নতুন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতনও ছাত্র ইউনিয়ন থেকে উঠে আসা নেতা; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুব ইউনিয়নের সভাপতির দায়িত্বে আছেন।

Share Now

এই বিভাগের আরও খবর