জয়পুরহাট পৌরসভার ৯ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট: September 24, 2025 |
inbound7001721446725026301
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে পৌরসভার অধীনস্থ  দুটি অংশ কেন্দ্রীয় মসজিদ হতে দেবীপুর রেলগেট হয়ে জামালগঞ্জ রাস্তা পযর্ন্ত, নতুন হাটের ভিতরের রাস্তা, দেওয়ান পাড়ার রাস্তা এবং
গুলশান মোড় হতে বনবিভাগ-পিডিবি-ঝাউবাড়ি-
রেজিষ্ট্রি অফিস হয়ে কুঠিবাড়ি ব্রিজ পযর্ন্ত, মিশন মোড় হতে চকশ‍্যাম ঘাটশিশু উদ‍্যান হতে বেলআমলা রাস্তা পর্যন্ত  ৯ কিলোমিটার দীর্ঘ সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিকেলে রাস্তা নির্মাণ  কাজের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন  জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক সবুর আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী-আবু জাফর মোঃ রেজা ও উপ সহকারী প‍্রকৌশলী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম, মাহমুদা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী গাজী আবু জাফর

রিজিলিয়েন্ট আরবান টেটিটরিয়াল ডেভলোপমেন্ট প্রজেক্ট(আইউটিডিপি) প্রকল্পের আওতায়  বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির মাহমুদা কনস্ট্রাকশনের মাধ্যমে জয়পুরহাট পৌরসভার প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে

Share Now

এই বিভাগের আরও খবর