জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট জেলা ইউনিটের উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট এর চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক, সদস্য ওমর আলী বাবু, নিয়ামুর রহমান নিবিড়, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফ উজ্জামান, যুব প্রধান আরাফাত হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ প্রদান করেন উপ সহকারী পরিচালক (ট্রেইনার) জিয়াউল হক জিয়া, রিয়াজুল ইসলাম, শিউলী আক্তার।
প্রশিক্ষণ ২১ তারিখ হতে ২৪ তারিখ পর্যন্ত হয়েছে । রেড ক্রিসেন্ট এর ২৫ জন যুব স্বেচ্ছাসেবক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।