টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, অধিনায়ক জাকের


এশিয়া কাপে সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে প্রথমে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছেন না টি-২০ দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী।
একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও লিটন দাস।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।