বগুড়ায় ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: September 24, 2025 |
inbound2365735463257129239
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক নারী মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের একটি টিম।

নন্দীগ্রাম থানা সূত্রে জানা গেছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের একটি টিম নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের বিষ্ণুপুর (ওমরপুর) গ্রামের মৃত আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে রাশিদা আক্তার (৩৩) নামের ওই নারীর ব্যাগের ভিতর থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬১ হাজার ১০০ টাকাসহ তাকে আটক করে।

পরে তাকে নন্দীগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত রাশিদা আক্তার বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

নন্দীগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া খ সার্কেলের একটি চৌকস টিম তাকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর