মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট: September 25, 2025 |
inbound1958966265048973822
print news

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্কে আয়োজিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল বৈঠকে বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি এ আহ্বান জানান।

‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।

সভায় প্রধান উপদেষ্টা মেটলাইফ, শেভরন এবং এক্সিলারেট এনার্জিসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা এই সভায় অংশ নেন এবং তাদেরকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি বলেন, “নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। তখন মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের সুসম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ।”

ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস, দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়াল ও অন্যান্য শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই সময়ে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

সূত্র: বাসস

Share Now

এই বিভাগের আরও খবর