ঝগড়া করে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী

আপডেট: September 25, 2025 |
asdddsd.jpgdsdsd
print news

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন এক যুগল। প্রথম দিকে মুধুর সম্পর্ক থাকলেও এখন তা তিক্ত। প্রায় তাদের মধ্যে ঝগড়া হয়। দুজনের মধ্যে হাতাহাতি, একে অন্যকে মারধর কিছুই বাকি নেই। তিক্ততার মাত্রা বাড়লে তা আদালতে গড়ায়। বর্তমানে আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এরই মধ্যে নতুন করে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

স্বামী অভিযোগ করে বলেন, স্ত্রী প্রথমে তাকে মারধর করেন। বাঁচতে তিনি খাটে উঠলেও শেষ রক্ষা হয়নি। স্ত্রী তাকে জাপটে ধরে কান কামড়ে ছিঁড়ে নিয়েছেন। ব্যান্ডেজ করা অবস্থায় থানায় অভিযোগ করেছেন এবং জানিয়েছেন, তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না। অন্যদিকে, স্ত্রীও নির্যাতনের পাল্টা অভিযোগ করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে ভারতের উত্তর প্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে। আহত স্বামী অমিত সোনকার অভিযোগ করেন, আমরা তো গরিব মানুষ, বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই। আমার সঙ্গে সে খুশি না। সে অনেক টাকা চায় এবং আলাদা বাড়ি চাচ্ছে।

অমিতের দাবি, ওই দিন স্ত্রী সারিকাই আগে ঝগড়া শুরু করে। তিনি ঘুমিয়ে ছিলেন। ঝগড়া বাধাতে তার কোনো দোষ নেই।

স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে এরই মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা ছিল। এই বিরোধের ফলে শারীরিক সংঘর্ষের সূত্রপাত হয়। সারিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অমিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর