ভয়ংকর হচ্ছে গুয়াতেমালার আগ্নেয়গিরি

আপডেট: March 24, 2021 |

ভয়ংকর হয়ে উঠছে গুয়াতেমালার আগ্নেয়গিরি। দেশটির পাচায়ায় আগ্নেয়গিরির বিস্ফোরণে গলিত লাভার উদগীরণের শুরু হয়েছে। এ বিস্ফোরণে লাভাসহ কালো ধোঁয়ায় প্রায় দুই কিলোমিটার উচ্চতায় বেরিয়ে আসতে দেখা গেছে।

গুয়াতেমালার সিসমোলজি ইনস্টিটিউটকে উদ্ধৃত করে সতর্কতার কথাও উল্লেখ করা হয়েছে। সতর্কতায় স্থানীয় মানুষের আগ্নেয়গিরি থেকে দূরে থাকতে বলা হয়েছে। সতর্কতায় বলা হয়েছে, ক্রমে ক্রমে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ বৃদ্ধি পাবে এবং নতুন নতুন বিস্ফোরণ ঘটাবে।

সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির পাচায়া ৩ মার্চ ভোরবেলা থেকেই লাভা উদগীরণ করতে শুরু করে।

ফেব্রুয়ারির শুরু থেকেই এমন দুর্ঘটনা এড়াতে আগ্নেয়গিরি পর্যবেক্ষণ করা হচ্ছে দেশটিতে। আগ্নেয়গিরিটি থেকে লাভা বেরিয়ে আসতে শুরুর পরপরই আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ওই লাভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর