বিজেপি বহিরাগত গুন্ডাদের পার্টি : মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট: March 25, 2021 |

প্রথম দফা ভোটের আগে বৃহস্পতিবারই নির্বাচনী প্রচারের শেষ দিন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকাল থেকেই প্রচারে ঝড় তুলেছেন। পাথরপ্রতিমার কলেজ মাঠে প্রথম সভায় বিজেপিকে কাঠগড়ায় তুলে বিগত ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো।

তিনি বলেছেন, ‘‌আমি বিজেপির মতো ধান্দাবাজ নই। ওরা তো রেল বিক্রি করেছে, কোল বিক্রি করেছে। আম্পানের এক টাকাও দেয়নি কেন?‌ মোদি জবাব দিক। আমি জেলাশাসকদের বলে দিয়েছি। কেউ যদি আম্পানের টাকা থেকে বঞ্চিত হয় আমি সেই টাকা পাওয়ার ব্যবস্থা করে দেব কথা দিচ্ছি।

বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘বিজেপি হচ্ছে বহিরাগত গুন্ডাদের পার্টি। বহিরাগত দুর্যোধনের পার্টি। জঞ্জালের পার্টি। এনপিআরের পার্টি। ১ এপ্রিল ওদের এপ্রিল ফুল করে দিন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তিনি বলেন, ‘‌আমি চোর? আমি ডাকাত? আমি খুনি? আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি। তুমি চোরদের রাজা। বিজেপি ১৫ লাখ টাকা করে দেবে বলেছিল, কে পেয়েছে! আগামী দিনে বিনে পয়সায় চাল দেওয়ার সিস্টেম করব। আপনাদের রেশন দোকানে যেতে হবে না। স্বাস্থ্যসাথী কার্ডটাও পাওয়া যাবে বাড়িতে বসে।’

নির্বাচনে লড়াইয়ে জয়ের আস্থা ব্যক্ত করে তৃণমূল নেতা বলেন, ‘আমাকে একবার দল থেকে বলেছিল, দিদি তুমি কী করে যাবে? তবে আমার মা-বোনেদের তো দুটো পা আছে। আমার তো একটা পায়ে চোট। মা-বোনেরা দুটো পা দিয়ে আমাকে এগিয়ে দেবে। ভাঙা পায়েই যা খেলব না, বিজেপিকে বোল্ড আউট করে দেব।’

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর