জানমাল ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: March 28, 2021 |
print news

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত তিন দিন কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে ভূমি অফিস, থানা, রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে হামলা চালাচ্ছে। হরতাল দিয়ে ভাঙচুর করার অধিকার তো তাদের নেই। বাড়িঘর জ্বালিয়ে দেয়া, বাচ্চাদের রাস্তায় নামিয়ে দেওয়া, এসব অধিকার তাদের নেই।’

তিনি বলেন, ‘তাদের এসব পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে সরকার। অন্যথায় জানমাল ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর হবে।’

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাঁশের কেল্লা নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তার মাধ্যমে উত্তেজনা ছড়ানো হয়েছে। আমরা মনে করি- এগুলো নাশকতা, এগুলো রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমরা আপনাদের মাধ্যমে এগুলো থেকে বিরত থাকার জন্য জানাচ্ছি। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর