২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করলেন পুতিন

আপডেট: April 6, 2021 |

একটি বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করলেন। গতকাল সোমবার বিলটি স্বাক্ষর করে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করলেন বলে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

জানা গেছে, এখন থেকে প্রেসিডেন্ট প্রার্থীর বয়স নূন্যতম ৩৫ বছর হতে হবে। জন্ম, বেড়ে ওঠা এবং অন্তত ২৫ বছর রাশিয়াতে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই প্রার্থীকে শুধুমাত্র রুশ নাগরিক হতে হবে, যাদের দ্বি-নাগরিকত্ব আছে অথবা বিদেশে অনুমতি নিয়ে বৈধভাবে বসবাস করছেন, তারা অযোগ্য হবেন।

বলা হচ্ছে, এই বিলটি পাসের মধ্য দিয়ে এখন পুতিন ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার পথ চূড়ান্ত করলেন। উল্লেখ্য, ২০০০ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির পুতিন। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর