রিয়াল ছাড়ার কারণ জানালেন জিদান

আপডেট: May 31, 2021 |

কয়েকদিন ধরে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোয় গুঞ্জন চলছে রিয়াল মাদ্রিদ থেকে পদত্যাগ করছেন ফরাসি কোচ জিনেদিন জিদান। এবার লম্বা চিঠিতে জিদান নিজেই জানিয়ে দিলেন, কেন প্রিয় ক্লাবটি ছাড়ছেন তিনি। শুধু তাই নয়, কেন রিয়াল মাদ্রিদ ছাড়বেন, সে কারণও চিঠিতে ব্যাখ্যা করেছেন ফরাসি কোচ।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে এক চিঠির মাধ্যমে জিদান জানিয়েছেন, ক্লাব তার ওপর আস্থা রাখতে পারছে না বলেই নিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

চিঠিতে ফরাসি কোচ লিখেছেন, ‘প্রিয় রিয়াল মাদ্রিদ ভক্তরা, আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে যখন সাদা জার্সিতে আমি রিয়ালে পা রাখি, তখন থেকে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন।

আমি সবচেয়ে সেরা ক্লাবের খেলোয়াড় ও কোচ হওয়ার সম্মান পেয়েছি। এ ছাড়া আমি নিজেও রিয়ালের একজন ভক্ত। এই কারণে আপনাদের উদ্দেশে চিঠিটি লিখলাম আপনাদের বিদায় জানাতে এবং আমার কোচিংয়ের চাকরি ছাড়ার কারণ ব্যাখ্যা করতে।’

এর পর জিদান কারণ ব্যাখ্যা করে লিখেছেন, ‘২০১৮ সালের মে মাসে ক্লাব ছেড়েছিলাম। কারণ, তখন আমার মনে হয়েছিল, আড়াই বছরের সাফল্য এবং এতগুলো শিরোপার পর দলকে উদ্বুদ্ধ করতে নতুন কাউকে দরকার। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন।

এবার আমি ক্লাব ছাড়ছি, কারণ ক্লাব আমার ওপর সেভাবে আস্থা রাখতে পারছিল না। একটি নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য ক্লাবের পক্ষ থেকে যেমন সমর্থন দরকার, সেটি আমি পাচ্ছিলাম না রিয়ালের কাছ থেকে।

আমি ফুটবল বুঝি। বুঝি রিয়ালের কী কী দরকার। আমি জানি, যখন জেতা যায় না, তখন সরে দাঁড়াতে হয়। কিন্তু এখানে আমার অর্জনগুলোকে ভুলে যাওয়া হয়েছে।’

ফরাসি তারকা আরও লিখেছেন, ‘প্রতিদিন ক্লাবের প্রত্যেকের সঙ্গে আমি সম্পর্ক গড়ে তুলেছি। আমি জন্মেছি জেতার জন্যই। এখানে এসেছিলাম শিরোপা জেতার জন্য।

কিন্তু তা সত্ত্বেও মানুষ, জীবন ও আবেগের মতো বেশ কিছু জিনিস থাকে, যেগুলোর প্রতি খেয়াল রাখতে হয়। কোনো না কোনোভাবে আমার ঘাড়ে দোষ চাপানোর একটা প্রবণতা দেখেছি।

আমরা সবাই মিলে এখানে যে সাফল্য অর্জন করেছি, আমি সবার চোখে শুধু সম্মানের দৃষ্টিটাই দেখতে চেয়েছিলাম।’

এ ছাড়া ক্লাবের কর্তাদের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করেন জিদান। শেষে লিখেছেন, ‘অবশ্যই আমি এখন আর বিশ্বের সেরা কোচ নই। তবে আমি খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য বা যে কোনো কর্মচারীই হোক না কেন, তাদের কাজের প্রতি তাদের যে শক্তি এবং আত্মবিশ্বাস দরকার তা সবাইকে দিতে সক্ষম হয়েছি।’

রিয়ালের দায়িত্ব নেওয়ার পর প্রথম দফায় তিনটি চ্যাম্পিয়নস ট্রফি ও একটি লা লিগা জিতিয়েছেন জিদান। এরপর ২০১৮ সালের ৩১ মে সবাইকে অবাক করে দিয়েই রিয়াল ছেড়েছিলেন জিদান। এক বছর বাদে ২০১৯ সালে ফের ফিরেছিলেন প্রিয় স্প্যানিশ ক্লাবটিকে। এখন আবার ছাড়ছেন এ ফরাসি কোচ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর