আবহাওয়া বিপর্যয়ের মুখে ইউরোপ

আপডেট: July 27, 2021 |

ইউরোপজুড়ে দেখা যাচ্ছে প্রকৃতির বিপরীতমুখী প্রভাব। মহাদেশটির দক্ষিণাঞ্চল পুড়ছে দাবানলে। অন্যদিকে পশ্চিমাঞ্চল ভাসছে বন্যায়। এমনি বিরুপ আবওহাওয়া বিপর্যয়ের মুখে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ।

কোথাও প্রবল বৃষ্টি, বন্যা, কোথাও দেখা মিলছে বিপরীত চিত্র-দাবানল। এমনি চরম আবওহাওয়া বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ ইউরোপ।

যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার দাবনালে পুড়ছে ইউরোপের দক্ষিণাঞ্চল। সম্প্রতি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে সাইপ্রাস, কিউবা, তুরস্কসহ ইউরোপের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি দেশে।

গ্রিসে স্থানীয় সময় সোমবার পর্যন্ত অন্তত ৫০ টি দাবানল সক্রিয় হয়ে উঠেছে। দেশটিতে নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহওয়া বিভাগ।

এ ছাড়া ইতালির সিসিলি ও সার্ডিনিয়া দ্বীপে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্রায় চার হাজার হেক্টর এলাকা।

নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে কয়েকশ মানুষকে। স্পেনে দাবানলে পুড়ে গেছে ৩৫ হাজার হেক্টর জমি।

অন্যদিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখলো পশ্চিম ইউরোপ। রেকর্ড পরিমান বৃষ্টির কারণে জার্মানী বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশের নদীগুলি প্লাবিত হয়ে দেখা গেছে বন্যা।

জার্মানির গণমাধ্যম একে ফ্লাড অব ডেথ নামে অভিহিত করেছে।

আচমকা এমন বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন দেশটির জনগন। জার্মানি বেলজিয়াম ছাড়াও লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডের মত দেশ গুলিও বন্যায় চরম ক্ষতির মুখে পড়ে। এতে প্রায় দুইশ মানুষের খবর নিশ্চিত করলেও এখোনও নিখোঁজ রয়েছে শত শত মানুষ। হাজার হাজার মানুষ হয়ে পড়েছে গৃহহীন।

ইউরোপসহ বিশ্বব্যাপী প্রকৃতির ভয়াবহতার দেখা মিলছে সম্প্রতি। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর পরিবর্তনই এমন পরিস্থিতির জন্য দায়ী।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর