ইউরোপে আরও প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ডব্লিউএইচও’র

আপডেট: August 31, 2021 |

ডিসেম্বরের মধ্যে ইউরোপে করোনায় প্রায় আড়াই লাখ মানুষের প্রাণহাণির আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক জানান, ভ্যাকসিনের ধীরগতি এবং সরবরাহ কম থাকার কারণে মৃত্যুর সংখ্যা এক সপ্তাহে ১১ শতাংশ বেড়েছে। শিক্ষক এবং স্কুলের কর্মকর্তাদের ভ্যাকসিন দিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ। ১২ বছরের অধিক বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।

সাউথ আফ্রিকায় করোনার নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি অন্যান্য ধরনের তুলনায় আরও বেশি সংক্রামক হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। এরই মধ্যে চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডেও নতুন এ শনাক্ত হয়েছে।

আগামী তিন মাসে আফ্রিকায় ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার কোটি ডোজ ভ্যাকসিন দেবে ফ্রান্স। নিউজিল্যান্ডের অকল্যান্ডে আরো দুই সপ্তাহের লকডাউন বাড়ানো হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর