আফগান সীমান্তবন্ধ করল উজবেকিস্তান

সময়: 3:53 pm - August 31, 2021 | | পঠিত হয়েছে: 1 বার

আফগানিস্তান সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করল উজবেকিস্তান। শরণার্থীদের ঢল ঠেকাতে এই পদক্ষেপ নিল প্রতিবেশী রাষ্ট্রটি।

উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ। পাশাপাশি তেরমেজ তল্লাশিচৌকি দিয়েও সব ধরনের চলাচল বন্ধ থাকবে। আপাতত যা খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ার করে দিয়ে জানায়, কোনো কারণ থাকুক আর না থাকুক এই সীমান্ত অতিক্রমের যে কোনো চেষ্টা উজবেকিস্তানের আইন অনুযায়ী দমন করা হবে। বলা হয়, এই ভূখণ্ডে আফগানিস্তান থেকে আসা কোনো শরণার্থীকে আর গ্রহণ করা হবে না।

নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই উজবেক-আফগান সীমান্ত বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ দিন ধরে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটি দেশকে সহায়তা প্রদান করেছে উজবেকিস্তান, যারা উজবেকিস্তানে এসেছিল এবং প্লেনে করে চলেও গেছে।
খবর সিএনএন

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর