কাতার আফগানিস্তানে জাতীয় সমন্বয় চায়

আপডেট: September 15, 2021 |

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-সানি আফগানিস্তানে ‘জাতীয় সমন্বয়ের’ আহ্বান জানিয়েছেন।

সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইভ লা দ্রিয়ার সাথে কাতারের রাজধানী দোহায় এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আফগানিস্তানের জাতীয় সমন্বয় অর্জনের সব প্রচেষ্টায় সমর্থন দিয়ে যাবেন।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে আফগানিস্তানের স্থিতিশীলতার একমাত্র সুরক্ষা কবজ জাতীয় সমন্বয়।’

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর