স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

আপডেট: May 16, 2024 |
inbound3295481736756168195
print news

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করেছে এক বন্দুকধারী।

বুধবার (১৫ মে) মধ্যাঞ্চলের হ্যান্ডলোভাতে একটি সরকারি বৈঠক শেষে বের হয়ে আসার পর এ ঘটনা ঘটে। ওই সময় তিনি সেখানে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে যাচ্ছিলেন।

বন্দুকধারী জনতার মধ্য থেকেই ফিকোকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, গুলি লাগার পর ফিকো মাটিতে পড়ে যান এবং তাকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া যায়। এরপর হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

তবে দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি বলছে, ফিকোর শারীরিক অবস্থা ভালো নেই এবং তার গায়ে লাগা গুলির জখম বেশ গুরুতর।

হামলার পরপরই একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য যে, মাত্র ৮ মাস আগে সেপ্টেম্বরে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফিকো। ওই সময় ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর