নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ফিলিস্তিন

আপডেট: October 11, 2021 |

ফিলিস্তিনের যোদ্ধারা নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনি টিভি চ্যানেল ‘কুদস’ জানিয়েছে. প্রতিরোধের সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা হয়েছে।

তবে নয়া ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে কিছু বলা হয়নি। খবর ফার্সটুডের

প্রায় এক সপ্তাহ আগে ইসরাইলের চ্যানেল-টুয়েলভ দাবি করেছে, ‘ফিলিস্তিনের হামাস সাগর উপকূল থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।’ অবশ্য কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ জানিয়েছিলেন, ‘তারা ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছেন।’

তিনি স্পষ্ট করে বলেছিলেন, হামাসের কারখানাগুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। ইসরাইলকে ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর